ঔষধ বিপনন কর্মীদের গুড ফার্মেসি প্র্যাকটিস প্রতিপালন বিষয়ক গবেষনা কাজ শেষ হওয়ার পথে

বেটার হেলথ ইন বাংলাদেশ পরিচালিত ঔষধ বিপনন কর্মীদের গুড ফার্মেসি প্র্যাকটিস প্রতিপালন বিষয়ক গবেষনা কাজটি আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র, ঢাকার প্রাক্তন বিজ্ঞানী প্রখ্যাত গবেষক ডাঃ ইকবাল আনোয়ার-এর নেতৃত্বে এগিয়ে চলেছে। গবেষণাটি ঢাকা, সাতক্ষীরা, নাটোর, চাঁদপুর ও সিলেট এই পাঁচ জেলার মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপগুলোতে পরিচালিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষন করা হয়েছে। চুড়ান্ত প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। বিএইচবি ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ-এর একটি প্রকল্প। ব্রিটিশ সাহায্য সংস্থা এফসিডিও এতে অর্থায়ন করে থকে।