BHB Newsletter

বিএইচবির কারিগরি ব্যবস্থাপনা কমিটির ৫ম সভা অনুষ্ঠিত

ছবি: গ্রেড সি ফার্মেসি টেকনিশিয়ানদের ৭৫,০০০ ম্যানুয়াল রেকর্ড কম্পিউটারে এন্ট্রির কাজ করছেন দু’জন ডাটা এন্ট্রি অপারেটর। বিএইচবি কর্তৃক নিয়োজিত আইটি ফার্ম তাদের নিযুক্ত করেছে। এ কাজে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলকে বিএইচবি কারিগরি সহায়তা প্রদান করছে।

গত ৮ আগস্ট ২০২১ বিএইচবির কারিগরি ব্যবস্থাপনা কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়।স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, কনজিউমারস এসোসিয়েশিয়েন অব বাংলাদেশ, ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, ইউএসএইড, বিশ্বস্বাস্থ্য সংস্থা ও বিএইচবি-র মোট ৯ জন প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডাঃ মাহবুবুর রহমান। কারিগরি ব্যবস্থাপনা কমিটি বাংলাদেশে খুচরা ঔষধ বিপনী বিতানগুলোর এক্রেডিটেশন কর্মসূচি পরিচালনায় বিএইচবিকে নির্দেশনা এবং অভিভাবকত্ব দিয়ে থাকে। সভায় বিএইচবির পক্ষ থেকে কর্মসূচির অগ্রগতি, অর্জন এবং পরবর্তি করণীয় সম্পর্কে একটি বিস্তারিত পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেয়া হয়। উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অটোমেশন কার্যক্রমের অংশ হিসেবে গ্রেড সি ফার্মেসি টেকনিশিয়ানের ৭৫,০০০ কাগজের রেকর্ড কম্পিউটার ডাটাবেইজে রূপান্তর করা এবং ২০২১ সালের খুচরা ঔষধ বিপনীর প্রাক-যাচাইকরণের লক্ষ্যমাত্রা ১০,০০০ হাজারের স্থলে ঐদিন পর্যন্ত ৯,৩৯৬টিতে সম্পন্ন হওয়ার তথ্য প্রদান করা হয় (যা ২২ আগস্ট ২০২১ পর্যন্ত ৯,৭১৪; ৯৭.১%)। কারিগরি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অন্যান্য সদস্য বিএইচবি-র এই অবদানকে স্বীকৃতি প্রদান করেন ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশে আদর্শ ফার্মেসি প্রাকটিস ব্যবস্থা প্রবর্তনের প্রচেষ্টায় দাতাসংস্থাগুলিকে সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হয়।