BHB Newsletter

বিএইচবি খুঁচরা ঔষধ বিপনীগুলোর ৩য় রাউন্ডের প্রাক-যাচাই কার্যক্রমের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে

বিএইচবি ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক আরও ৩,৫০০ মডেল মেডিসিন তৈরির ৩য় রাউন্ডের কার্যক্রমে খুঁচরা ঔষধ বিপনীগুলোতে প্রাক-যাচাই কার্যক্রম পরিচালনা করছিল। এই কার্যক্রমে প্রাক-যাচাই পর্যায়ে ৩টি মৌলিক শর্ত পূরণ করতে হয়। এগুলো হলোঃ ঔষধ বিপনীটির একটি সঠিক ড্রাগ লাইসেন্স; ফার্মেসী কাউন্সিল অফ বাংলাদেশ কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত একজন ঔষধ বিপননকারি; এবং ঔষধ বিপনীটির ন্যুনতম ১২০ বর্গফুট ফ্লোর স্পেস। ৩য় রাউন্ডের প্রাক-যাচাই কার্যক্রম ৩,০০০টি ঔষধ বিপনীতে পরিচালনার লক্ষ্যমাত্রা ছিল। ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত বিএইচবি ৩,৪৬১টি ঔষধ বিপনীতে প্রাক-যাচাই কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫% বেশী। কাজেই ঐদিন থেকে প্রাক-যাচাই কার্যক্রম বন্ধ করা হয়েছে।

খুঁচরা ঔষধ বিপনীতে বিএইচবি-র প্রাক-যাচাই পরিদর্শন ২০২৩ (৩য় রাউন্ড)

বিএইচবি-র একজন সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজারের তদারকিতে ১০ জন মাঠকর্মী বিভিন্ন বাংলাদেশের জেলায় প্রাক-যাচাই কার্যক্রম বাস্তবায়ন করেছে। বিএইচবি এজন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর, ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ এবং বিসিডিএস-এর প্রতি তাদের সক্রিয় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে।