BHB Newsletter

বিএইচবি-র ই-লার্নিং প্লাটফর্ম – নুতন সম্ভাবনার প্রতিশ্রুতি

বিএইচবি বেশ কিছুদিন হলো নিজস্ব উদ্যোগে একটি ই-লার্নিং প্লাটফর্ম তৈরি করেছে এবং তা চালু রেখেছে। সম্প্রতি ঔষধ বিপনন কাজে নিয়োজিত কর্মীগণকে অব্যাহত পেশাগত শিক্ষার প্রদানের একটি মাধ্যম হিসেবে এটিকে ব্যবহার করার বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে মডেল মেডিসিন শপ ও মডেল ফার্মেসিগুলোতে যে সব ঔষধ বিপনন কর্মী কাজ করে সাধারণভাবে তাদের প্রাধিকার দেয়া হবে। বর্তমানে বাংলাদেশে এই পেশায় নিয়োজিত বিপনন কর্মীদের জন্য কোন ধরণের ব্যবস্থা নেই। এমন কি অনলাইন উদ্যোগও নেই। এ প্রেক্ষাপটে এ পেশায় কর্মরত ঔষধ বিপনন কর্মীগণ সহজে তাদের জ্ঞানকে হালনাগাদ করার সুযোগ পাবেন। তাদের দক্ষতাও বৃদ্ধি পাবে। এতে দেশের সাধারণ রোগীরা উপকৃত হবেন। কেননা এই ই-লার্নিং প্লাটফর্ম ব্যবহারের ফলে ঔষধ বিপনন কর্মীদের গুড ফার্মেসি প্রাকটিস বৃদ্ধি পাবে এবং ঔষধ বিপনন সংক্রান্ত ত্রুটি হ্রাস পাবে।