BHB Newsletter

গুড ফার্মেসি প্রাকটিস বিষয়ে অনলাইন কোর্স প্লাটফর্ম চালু

বেটার হেল্‌থ ইন বাংলাদেশ গুড ফার্মেসি প্রাকটিস বিষয়ে একটি অনলাইন কোর্স প্লাটফর্ম চালু করেছে। যে কেউ বিনামূল্যে এই কোর্সগুলোর এক বা একাধিকটিতে নিবন্ধন করে কোর্স সম্পন্ন করতে পারেন। কোর্সগুলো বিশেষ করে ফার্মেসি পেশায় নিয়োজিতগণের জন্য খুবই প্রয়োজনীয় ও উপযোগী। ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া ও এডভার্স রিয়াকশন, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ফার্মাকোভিজিল্যান্স, ঔষধ বিপনী পরিদর্শন, তদারকি ও এক্রেডিটেশন, মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপ এসব বিষয়ে কোর্স রয়েছে। বিধগ্ধ শিক্ষক, বিশেষজ্ঞগণও যে কোন সময় এই প্লাটফর্মে কোর্স আপলোড করতে পারেন। বেটার হেল্‌থ ইন বাংলাদেশ ঔষধ বিপনীগুলো প্রাক-যাচাই এবং পরবর্তি যাচাই কার্যক্রমগুলোর জন্য ইতিমধ্যে যে প্রশিক্ষণগুলো সমাপ্ত করেছে, সেগুলোতে কোর্স ম্যাটেরিয়াল হিসেবে এই অনলাইন প্লাটফর্মের কোর্সগুলো ব্যবহৃত হয়েছে। কোর্সগুলো স্বয়ংসম্পূর্ণ। প্রতিটিতে টেক্সট, অডিও, ভিডিও এবং কুইজ ও প্রশ্ন রয়েছে। আপনি কোর্সে অংশগ্রহণ করতে চাইলে এই লিংকে ক্লিক করে নিজেকে নিবন্ধন করুন।