সোশ্যাল মিডিয়ায় বিএইচবি-র উজ্জ্বল উপস্থিতি

বাংলাদেশে গুড ফার্মেসি প্র্যাকটিসের ধারণা এবং বাস্তবায়ন উৎসাহিত করার লক্ষ্যে বিএইচবি ২০১৮ সাল থেকেই নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছে। এখন অনুসারির সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গেছে। প্রধানতঃ ঔষধ বিপনন কর্মী, ফার্মেসি শিক্ষাবিদ, ঔষধ নিয়ন্ত্রক, ঔষধ বিপণী মালিকেরাই এই ফেসবুক পেজের অনুসারি। বিষয় হিসেবে গুড ফার্মেসী প্র্যাকটিস ছাড়াও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, কোভিড-১৯, প্রশ্নোত্তর, আন্তঃসম্পর্ক, ভিডিও টিউটোরিয়াল ইত্যাদি প্রচার করা হয়ে থাকে। এভাবে অনুসারি বিশেষতঃ ঔষধ বিপণন কর্মী ও ঔষধ বিপণীর মালিকেরা সচেতন হন এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়।

ভিডিও টিউটোরিয়ালগুলোর লিংকঃ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাগণও এই ফেসবুক পেজে পোস্ট দিয়ে থাকেন। সম্প্রতি ঔষধ প্রশাসন অধিদপ্তরের মৌলভীবাজার জেলার ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা তার জেলার মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপ কার্যক্রম সম্পর্কে একটি চমৎকার প্রতিবেদন পোস্ট করেছেন। পোস্টটির লিংক।