BHB Newsletter

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৫ম স্বাস্থ্য খাত কর্মসূচির পরিকল্পনা প্রণয়নে বিএইচবি-র সহায়তা

ব্রিটিশ সরকারের এফসিডি-র আর্থিক সহায়তায় বিএইচবি বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করে থাকে। ২০১৮ সালে বিএইচবি প্রকল্প চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত মন্ত্রণালয়ের ২৭টি কারিগরি কর্মসূচিতে সহায়তা প্রদান করা হয়েছে। মন্ত্রণালয়ের ৫ বছর মেয়াদি স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি একটি অনন্য মডেল। কেননা এটি স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারের অন্যান্য মন্ত্রণালয়, দাতা সংস্থাসমূহ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য সিভিল সোসাইটি সংস্থা যৌথভাবে প্রণয়ন, অর্থায়ন, বাস্তবায়ন, তদারকি, পর্যালোচনা ও মূল্যায়ন করে থাকে। ৫ম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির বাস্তবায়ন শুরু হবে ১ জুলাই ২০২৪ থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয় তাই এই পরবর্তি কর্মসূচির পরিকল্পনা প্রণয়নে ব্যস্ততম সময় পার করছে। মন্ত্রণালয়ের অনুরোধে বিএইচবি এ সংক্রান্ত অনেক কারিগরি সভা, কর্মশালা, আলোচনা অনুষ্ঠান, মাঠ পরিদর্শন কর্মসূচি আয়োজনে সহায়তা প্রদান করেছে। বিএইচবি “জলবায়ু পরিবর্তন, পরিবেশ স্বাস্থ্য ও মেডিকেল বর্জ ব্যবস্থাপনা” থিমেটিক এরিয়ার জন্য কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা ও “প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা” ও “হেলথ এ্যান্ড জেন্ডার সাপোর্ট ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট” শীষর্ক অপারেশনাল প্লান প্রণয়নের জন্য পরামর্শক প্রদান করেছে। উল্লেখ্য যে, কক্সবাজার জেলায় মিয়ানমার থেকে বিতারিত রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় প্রদান করা হয়েছে।