BHB Newsletter

বিএইচবি-র ইলার্নিং প্লাটফর্ম বিষয়ে অংশগ্রহণকারিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছে

বেটার হেলথ ইন বাংলাদেশ (বিএইচবি) প্রকল্প একটি ইলার্নিং প্লাটফর্ম পরিচালনা করে। এর মাধ্যমে খুঁচরা ঔষধ বিপনীগুলোতে কর্মরত মেডিসিন বিপননকারিরা তাদের জ্ঞান হালনাগাদ ও সতেজ করার সুযোগ পায়। গত ২৫ ও ৩১ মে ২০২৩ তারিখে বিএইচবি ইলার্নিং প্লাটফর্মটির অংশগ্রহণকারিদের জন্য দু’টি আলাদা আলাদা অভিজ্ঞতা বিনিময় সভা করেছে। অনলাইনে অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহণকারিরা প্রতি মাসে একটি করে ১ ঘন্টার লাইভ প্রশিক্ষণ আয়োজনের জন্য সুপারিশ করেছে যাতে তারা সরাসরি প্রশিক্ষকদের সাথে কথা বলে সবকিছু ভালোভাবে আয়ত্ত্ব করতে পারে। এছাড়া বাংলা ভাষায় আরও বেশী কনটেন্ট প্রদান, কোর্সের শেষে কুইজ ও প্রশ্ন সন্নিবেশের বদলে প্রতিটি লেসনের শেষে কুইজ ও প্রশ্ন সন্নিবেশ করা, কোর্সে অংশগ্রহণকারিদের মোবাইল ফোন নম্বরকে আইডি নম্বর হিসেবে গণ্য করা, নামের ক্ষেত্রে প্রথম এবং শেষ নাম অংশ ব্যবহার করা, হোয়াটসএ্যাপের মাধ্যমে কোর্স সমাপ্তি সনদ বিতরণ করা, অভিজ্ঞতা বিনিময় সভাগুলো বিকেলে ৪:৩০ থেকে ৫:৩০টার মধ্যে আয়োজন করার সুপারিশ করে। সুপারিশগুলো নিঃসন্দেহে বিএইচবি-কে ইলানিং প্লাটফর্মটিকে অধিকতর কার্যকর করার বিষয়ে পরিষ্কার ধারণা দিয়েছে। বিএইচবি সুপারিশগুলোর প্রযু্ক্তিগত সম্ভাব্যতা যাচাই করে দেখবে এবং যথাসম্ভব বাস্তবায়ন করবে।