২০২২ সালের ২৬ ডিসেম্বর দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ইত্তেফাক ‘বাংলাদেশে এন্টিবায়োটিকস রেজিস্ট্যান্স প্রতিরোধ ও ফার্মেসি সেবা” শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করেছে। নিবন্ধটি যৌথভাবে বিএইচবি-র প্রধান কারিগরি উপদেষ্টা ডাঃ ইফতেখার হাসান খান ও কারিগরি উপদেষ্টা রাইয়ান আমজাদ লিখেছেন। নিবন্ধে এন্টিবায়োটিকস রেজিস্ট্যান্স প্রতিরোধ ও মডেল ঔষধ বিপনী উদ্যোগের মাধ্যমে ফার্মেসি সেবা উন্নয়নে বিএইচবি-র অবদান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য যে, দৈনিক ইত্তেফাক এর আগে ২০২২ সালের মে মাসে বিএইচবি কর্তৃক ঔষধ প্রশাসন অধিদপ্তরের জন্য নির্মিত অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এন্ড রিনিউয়াল সিস্টেম সফটওয়্যারের উপরেও একটি নিবন্ধ প্রকাশ করেছিল।