বিএইচবি ঔষধ বিপনন কাজে নিয়োজিত ফার্মেসি পেশাজীবিদের ৩য় রাউন্ডের প্রশিক্ষণ সম্পন্ন ও লক্ষ্যমাত্রা অর্জন করেছে

২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৪,০০০ ঔষধ বিপনন কর্মীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরুর পর বিএইচবি ২০২৪ সালের এপ্রিলে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। সফল সমাপ্তির পর গত ২৮ এপ্রিল ২০২৪ বিএইচবি প্রশিক্ষণ সমন্বয়কারি এবং প্রশিক্ষণ সহযোগীদের নিয়ে একটি অভিজ্ঞতা বিনিময় কর্মশালার আয়োজন করে। কর্মশালাটিতে অনেক মূল্যবান অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতা পাওয়া গেছে যা থেকে প্রশিক্ষণ কর্মসূচিটির সার্বিক অবদান গভীরভাবে অনুধাবন করা যায়। গত দু’টি প্রশিক্ষণই অনলাইনে অনুষ্ঠিত হয়। মোট প্রশিক্ষণার্থী ছিল ৮,৭৫৮ জন। অনলাইনে প্রশিক্ষণ সফল করার জন্য বিএইচবিকে অংশগ্রহণকারিদের তথ্য প্রযুক্তি দক্ষতা সৃষ্টি করতে হয়েছিল। যেমন দক্ষভাবে স্মার্ট ফোন ব্যবহার এবং জিমেইল, জুম, ফেসবুক, হোয়াটসএ্যাপ ইত্যাদিতে একাউন্ট খোলাসহ সেগুলো ব্যবহারে পারদর্শি করে তোলা। এছাড়াও বিএইচবি কর্তৃক নির্মিত টুলস, সফটওয়্যার ও সিস্টেমস সম্পর্কে প্রশিক্ষণ প্রদান এবং বিএই্চবি-র কাজে প্রয়োজন এমন তথ্য প্রযুক্তি যেমন অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এ্যান্ড রিনিউয়াল সিস্টেম (এডিএলআরএস), ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার (পিএমএস), ই-লার্নিং প্লাটফর্ম, ফেসবুক পেজ, ইউটিউব, ওয়েব পোর্টাল, ব্লগ ইত্যাদি ব্যবহারে দক্ষ হয়ে ওঠার জন্যও তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।