বিএইচবি-র ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারকারিদের কোন্ ভার্সনটি বেশী পছন্দ

বিএইচবি-র ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারটির ব্যবহারকারি সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালের এপ্রিলে ব্যবহারকারির সংখ্যা ১,০৯২টিতে পৌঁছেছে। সফটওয়্যারটির দু’টো ভার্সন রয়েছে। এনড্রয়েড ও ওয়েব। সাম্প্রতিক ব্যবহারের প্যাটার্ন থেকে জানা যাচ্ছে যে, এনড্রয়েড ব্যবহারকারি শতকরা ৬২ ভাগ এবং বাকী শতকরা ৩৮ ভাগ ওয়েব ভার্সন ব্যবহার করেন। এনড্রয়েড ভার্সনটি মোবাইল ফোনে ব্যবহার করা হয় এবং এটিই ব্যবহারকারিদের অধিকতর পছন্দ। বাংলাদেশের ঔষধ বিপনীগুলোর ভৌতিক অবকাঠামো, তথ্য প্রযুক্তি সরঞ্জাম, ইন্টারনেট ব্যান্ডউইডথের সীমাবদ্ধতা এবং স্মার্ট ফোন ব্যবহারকারির সংখ্যা দ্রুত বৃদ্ধির প্রবণতার প্রেক্ষাপটে ভবিষ্যতে এনড্রয়েড ভার্সনটির চাহিদা আরও বাড়বে। বিএইচবি সেজন্য এনড্রয়েড ভার্সনটির উন্নয়নে অধিকতর নজর প্রদানের প্রয়াস নিয়েছে।

সফটওয়্যারটির মাধ্যমে একটি ঔষধ বিপনী বিক্রির পরিমাণ, Access, Watch, Reserve (AWaRe) বিশ্লেষন, মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবস্থাপনা, মজুদ পরিবীক্ষণ ইত্যাদি কাজ করতে পারে। বিএইচবি নিয়মিতভাবে ব্যবহারকারি নিকট থেকে মতামত সংগ্রহ করে এবং তা সপটওয়্যারে সন্নিবেশ করে। ফোন, টিউটোরিয়াল ভিডিও, ব্যবহারকারি নির্দেশিকা এসবের মাধ্যমে ব্যবহারকারিদের সফটওয়্যারটি ব্যবহারে দক্ষ করে তোলা হয়।