BHB Newsletter

ADLRS’-এর ডেমো প্রদর্শনীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সন্তোষ প্রকাশ

নতুন ড্র্রাগ লাইসেন্স ইস্যু এবং পুরাতন ড্রাগ লাইসেন্স নবায়ন করার পদ্ধতিকে অটোমেটেড করার উদ্দেশ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এবং রিনিউয়াল সিস্টেম নামে একটি সফটওয়্যার চালু করে। এতে কারিগরি সহায়তা প্রদান করেছে বেটার হেলথ ইন বাংলাদেশ প্রকল্প। সম্প্রতি নীতিনির্ধারকদের মধ্যে এই সফটওয়্যারটির প্রতি আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে সফ্টওয়্যারটির একটি লাইভ ডেমো প্রদর্শন করার জন্য অনুরোধ জানালে বিএইচবি প্রকল্পের জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা জনাব মোঃ এনামুল হক গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ঔষধ প্রশাসন অধিদপ্তর সমভিহারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি লাইভ ডেমো প্রদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব আঞ্জুমান আরা এবং ডাঃ মোঃ জিয়াউদ্দিন। ডেমো পর্যবেক্ষণ শেষে তাঁরা দু’জনই বলেন যে, সফটওয়্যারটির সক্ষমতা দারুন। ড্রাগ লাইসেন্স-এর আবেদন প্রক্রিয়াকে এটি অনেক তরান্বিত করেছে। সাথে সাথে ব্যবহারকারীর সফরের প্রয়োজনীয়তা দূর করেছে। সময় সাশ্রষ হচ্ছে। তারা বলেন, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সফটওয়্যার কাজের দক্ষতা বাড়াবে, কাগজপত্রের মাধ্যমে এনালগ কাজ কমাবে এবং আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা হ্রাস করবে। বেটার হেলথ ইন বাংলাদেশ প্রকল্পটি ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের অনুদানে ADLRS তৈরি করতে ঔষধ প্রসাশন অধিদপ্তরকে কারিগরি সহযোগিতা প্রদান করে জেনে তাঁরা বেটার হেলথ ইন বাংলাদেশ এবং FCDO-কে ধন্যবাদ জ্ঞাপন করেন।