BHB Newsletter

“Frontiers in Pharmacology” মেডিকেল জার্নাল গুড ফার্মেসি প্রাকটিস বিষয়ে বিএইচবি-র গবেষনাপত্র প্রকাশ করেছে

বিএইচবি খুঁচরা ঔষধ বিপনীতে কর্মরত ফার্মেসি পেশাজীবিদের কিছু মৌলিক শর্ত পূরণ-সাপেক্ষে গুড ফার্মেসি প্রাকটিস বিষয়ে ৮০ ঘন্টার রিফ্রেশার্স প্রশিক্ষণ দিয়ে থাকে। ব্রিটিশ সরকারের সাহায্য সংস্থা এফসিডিও এ প্রশিক্ষণ কর্মসূচির জন্য আর্থিক সহায়তা প্রদান করে। এ পর্যন্ত ১১,৫৭৭ জন প্রশিক্ষণ সমাপ্ত করেছে। ২০২৩ সালের শেষ নাগাদ আরও ২,৫০০ জন প্রশিক্ষণ পাবে। বিএইচবি প্রশিক্ষণটির প্রভাব নিয়ে গবেষনা করার জন্য আইসিডিডিআর,বি-কে দায়িত্ব প্রদান করেছিল। “Frontiers in Pharmacology” মেডিকেল জার্নাল ১২ জুলাই ২০২৩ তারিখের সংখ্যায় এই গবেষনাপত্রটি প্রকাশ করে। একটি কেইস-কন্ট্রোল গবেষনায় খুঁচরা ঔষধ বিপনীতে কর্মরত ৪৪০ জন ফার্মেসি পেশাজীবিকে অন্তর্ভূক্ত করা হয়। এদের মধ্যে ২২০ জন ছিল বিএইচবি কর্তৃক গুড ফার্মেসি প্রাকটিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। অপর ২২০ জন ফার্মেসি পেশাজীবি অনুরূপ কোন প্রশিক্ষণপ্রাপ্ত ছিল না। গবেষনায় দেখা যায়, প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মেসি পেশাজীবিরা ডিসপেন্সিং গাইডলাইন, ঔষধ সংরক্ষণের সঠিক পদ্ধতি এবং মেডিসিন লেবেলিং বিষয়ে বেশী জ্ঞানের অধিকারী ছিল। তাদের ঔষধ বিপনন আচরণও প্রশিক্ষণবিহীন ফার্মেসি পেশাজীবিদের তুলনায় ভালো ছিল। বিশেষ করে গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া ও সঠিক তাপমাত্রায ঔষধ সংরক্ষণ বিষয়ে। গবেষনাপত্রের উপসংহারে বিএইচবির প্রশিক্ষণটিকে কার্যকর ও প্রয়োজনীয় বলে মন্তব্য করা হয় এবং একই ফার্মেসি পেশাজীবিকে নির্দিষ্ট সময় অন্তর এ ধরণের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রদানের জন্য পরামর্শ দেয়া হয়।

গুড ফার্মেসি বিষয়ে রিফ্রেশারর্স কোর্সের কারিকুলাম

  • মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপ প্রতিষ্ঠা ও পরিচালনার পদ্ধতি
  • বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা
  • ফার্মেসিস্টদের এথিকস কোডসমূহ
  • ফার্মেসি বিষয় আইন ও বিধি
  • মানবদেহ, মাইক্রোবায়োলজি ও ঔষধ ব্যবস্থাপনা বিষয়ে মৌলিক জ্ঞান
  • ঔষধের গুরুত্বপূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া
  • এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স
  • ফার্মাকোভিজিল্যান্স
  • ঔষধের যৌক্তিক ব্যবহার
  • গ্রাহকদের কার্যকরভাবে পরামর্শ প্রদানের পদ্ধতি (ওভার দি কাউন্টার ড্রাগস, প্রেসক্রিপশন ওনলি মেডিসিনস, স্বাস্থের বিশেষ অবস্থা ও প্রয়োজন, অন্যান্য)

আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করুন