BHB Newsletter

ই-লার্নিং প্লাটফর্মটিকে অব্যাহতভাবে সমৃদ্ধ করে চলেছে বিএইচবি

বিএইচবি-র ই-লার্নিং প্লাটফর্মটি চালু হয়েছে ২০২১ সালে। এ পর্যন্ত ৩৯টি কোর্স যুক্ত করা হয়েছে এতে। ১৩টি সকলের জন্য উন্মুক্ত। ই-লার্নিং প্লাটফর্মের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ১,১৯১ জন এক বা একাধিক কোর্স সম্পন্ন করেছে। অতি সম্প্রতি ৩টি নুতন কোর্স সংযুক্ত হয়েছে। এগুলো হলোঃ (১) ঔষধ ব্যবস্থাপনার মৌলিক নীতিমালা; (২) গুড ডিসপেন্সিং প্রাকটিস; এবং (৩) মডেল মেডিসিন শপ ও মডেল ফার্মেসি স্থাপনের আদর্শ মানদন্ড। নীচের সারণীতে কতজন অংশগ্রহণকারি কোর্স ৩টি সম্পন্ন করেছে তা দেখানো হয়েছে।

কোর্সের নাম ১ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৩ ১৯ ফেব্রুয়ারী থেকে ৩১ আগস্ট পর্যন্ত
ঔষধ ব্যবস্থাপনার মৌলিক নীতিমালা ১৭ ১৫৬
গুড ডিসপেন্সিং প্রাকটিস ১৬ ১০৫
মডেল মেডিসিন শপ ও মডেল ফার্মেসি স্থাপনের আদর্শ মানদন্ড ২৫ ২৫

১ অক্টোবর ২০২৩ তারিখে চালু করার লক্ষ্য নিয়ে গ্রেড-এ, বি ও সি ক্যাটেগরির ফার্মেসি পেশাজীবিদের জন্য “Medication error and rational and irrational use of medicines” নামে আর একটি নুতন কোর্স প্রস্তুত করার কাজ চলছে।

আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করুন