BHB Newsletter

অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এন্ড রিনিউয়্যাল সিস্টেমের উপর প্রান্তিক ব্যবহারকারিদের প্রশিক্ষণ

বেটার হেলথ ইন বাংলাদেশ-এর একদল কর্মীর উদ্যোগে সম্প্রতি সিলেট জেলার অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এন্ড রিনিউয়্যাল সিস্টেমের প্রান্তিক ব্যবহারকারিগণ হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছে। এসব কর্মী গত ৯ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে সিলেট জেলায় অনুষ্ঠিত এক্রেডিটেশন সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করতে উপস্থিত হয়েছিলেন। সনদ প্রদান অনুষ্ঠানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডাঃ মোহাম্মদ ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই কর্মীগণ সেই সফরের সুযোগকে কাজে লাগিয়েই জেলায় অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এন্ড রিনিউয়্যাল সিস্টেমের উপর প্রশিক্ষণটি আয়োজন করেন। প্রশিক্ষণ নেন স্থানীয় ঔষধ বিপননকারি টেকনিশিয়ান, ঔষধ বিপনীর মালিক ও স্থানীয় ঔষধ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারিগণ অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এন্ড রিনিউয়্যাল সিস্টেমের ব্যবহার করার ক্ষেত্রে সবিশেষ দক্ষতা অর্জন করেন এবং এতদ্বসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারেন। বেটার হেলথ ইন বাংলাদেশের উদ্যোগে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ লাইসেন্স ও এর নবায়ন প্রদানের জন্য অনলাইন আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ, সিদ্ধান্ত গ্রহণ এবং লাইসেন্স ইস্যু ইত্যাদি সকল প্রক্রিয়া ঘরে বসেই দ্রুততর, সহজ, দূর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার সুবিধা সৃষ্টির জন্য এই সফটওয়্যারটি তৈরি করা হয়।