BHB Newsletter

ঢা.বি.-র স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক স্বাস্থ্য অর্থনীতি সম্মেলন ২০২৩ আয়োজনে বিএইচবি-র সহায়তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৩। সম্মেলনটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট মিলনায়তনে। বিএইচবি-র দাতা সংস্থা এফসিডিও সম্মেলনটি আয়োজনে কারিগরি সহায়তা প্রদান করতে সম্মত হয়েছে। এ লক্ষ্যে বিএইচবি-কে আয়োজক স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটকে প্রয়োজনীয় লজিস্টিকস সহায়তা প্রদানের জন্য বিএইচবি-কে জানানো হয়েছে। সম্মেলনের মূল প্রতিপাদ্য সর্বজনীন স্বাস্থ্য সেবা। দু’দিনের এই আয়োজনে বিভিন্ন দেশের বিদগ্ধ প্রতিনিধিবর্গ যোগ দেবেন। আলোচ্যসূচিতে ১০টি সেশন অন্তর্ভূক্ত আছে। এগুলো হলোঃ স্বাস্থ্য সেবায় অর্থায়ন; সামাজিক স্বাস্থ্য বীমা; নবউদ্ভূত রোগবালাইসমূহ; কমিউনিটি বেইজড হেলথ কেয়ার; ডিজিটাল হেলথ ইকো-সিস্টেম; স্বাস্থ্য বিষয়ে বৈশ্বিক অভিজ্ঞতা; স্বাস্থ্য খাতের সংস্কার; সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে গতি সঞ্চার; প্রাথমিক স্বাস্থ্য সেবা; নগর-ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য সেবা; এবং ক্রসকাটিং ইস্যু ইত্যাদি।

আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করুন