BHB Newsletter

এপ্রিল ’২৪ শেষ হচ্ছে বিএইচবি কর্তৃক ঔষধ বিপননকারিদের ২০২৩-২০২৪ সালের প্রশিক্ষণ

বিএইচবি ২০১৯ থেকে ২০২২ সাল মেয়াদে দুই পর্যায়ে মোট ১১,৫৭৭ জন ( প্রথম পর্যায়, ২০১৯-২০২০ সালে ৫,৩৭২ এবং দ্বিতীয় পর্যায় ২০২১-২০২২ সালে মোট ৬২০৬) ঔষধ বিপননকারিকে গুড ডিসপেন্সিং প্র্যাকটিস বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। ২,৫০০ ঔষধ বিপননকারিকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে গত ১৮ ডিসেম্বর ২০২৩ জুম প্ল্যাটফর্মে ৩য় পর্যায়ের অনলাইন প্রশিক্ষণ ‍কার্যক্রম শুরু হয়েছে। ‍আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। অন্যান্যদের মধ্যে ‍উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক জনাব মোঃ ইয়াহ্ইয়া, এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি জনাব মোঃ মোসাদ্দেক হোসেন। মোট ১৪ দিনের এই প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৩৫-৪০ জন করে ২১টি জেলার ঔষধ বিপননকারিগণ অংশ নিচ্ছেন।

ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত মোট ১,৪১৬ জন ঔষধ বিপননকারি প্রশিক্ষণটি সম্পন্ন করেন। অবশিষ্ট ১,০৮৪ জনের প্রশিক্ষণ এপ্রিল ২০২৪ সালের মধ্যে সম্পন্ন হবে। প্রশিক্ষক হিসেবে থাকছেন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক, ফার্মেসি পেশাজীবি এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাগণ। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস-এর আর্থিক সহায়তায় আয়োজিত এই কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছেন বিএইচবি প্রকল্পের জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা জনাব মোঃ নুরুজ্জামান এবং দশ সদস্য বিশিষ্ট প্রশিক্ষণদল।