ঔষধ প্রশাসন অধিদপ্তরের কোয়ালিশন অফ ইন্টারেস্টেড পার্টনার্স-এর কার্যক্রমে বিএইচবি-র অংশগ্রহণ

ঔষধ প্রশাসন অধিদপ্তর ভেকসিন রেগুলেশনস বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক বেঞ্চমার্কিং টুল ম্যাচুরিটি লেভেল-৩ অর্জনের জন্য প্রচেষ্টা শুরু করেছে। এজন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর একটি কোয়ালিশন অফ ইন্টারেস্টেড পার্টনার্স গঠণ করেছে। বিএইচবি এই কোয়ালিশনের সক্রিয় সদস্য। ৩ অক্টোবর ২০২২ ঔষধ প্রশাসন অধিদপ্তরে কোয়ালিশনের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএইচবি-র পক্ষ থেকে ডাঃ ইফতেখার হাসান খান, মমিনুর রহমান ও রাইয়ান আমজাদ উপস্থিত ছিলেন এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেন।