BHB Newsletter

ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেট জেলার ৪৭৭টি ঔষধ বিপনীকে এক্রেডিটেশন সনদ প্রদান করলো

গত ৭ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডাঃ মোহাম্মদ ইউসুফ সিলেট জেলার ৪৭৭টি ঔষধ বিপনীকে সেখানে অনুষ্ঠিত একটি আয়োজনের মাধ্যমে এক্রেডিটেশন সনদ প্রদান করেছেন। ঔষধ বিপনীগুলো সরকারের মডেল মেডিসিন শপ-এর আদর্শমান অর্জনে উত্তীর্ণ হয়েছে। একটি কাঠামোগত পদ্ধতি অনুসরণ করে বেটার হেলথ ইন বাংলাদেশ এই ঔষধ বিপনীগুলোকে সংশ্লিষ্ট আদর্শমান অর্জন ও প্রতিপালনে সক্ষম করে তুলেছে। কাঠামোগত পদ্ধতিগুলো হলোঃ ঔষধ বিপনীগুলোতে প্রাক-যাচাই কার্যক্রম চালিয়ে প্রাথমিক যোগ্যতা সাপেক্ষে সেগুলো নির্বাচন, নির্বাচিত ঔষধ বিপনীগুলোর গ্রেড সি ফার্মেসি টেকনিশিয়ানদের আদর্শ ঔষধ বিপন মান ও পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান, ঔষধ বিপনীগুলোর মানোন্নয়নে সাহায্য করা এবং পরবর্তি-যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া যে বিপনীগুলো সার্বিক উপযুক্ততা অর্জন করেছে। শেষ ধাপে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলা কর্মকর্তা সুপারিশকৃত ঔষধ বিপনীগুলো সরেজমিনে পরিদর্শন করে সন্তুষ্ট হলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সদর দফতরে উত্তীর্ণ ঔষধ বিপনীগুলোকে মডেল ফার্মেসি বা মডেল মেডিসিন শপ হিসেবে স্বীকৃতি ও সনদ প্রদানের সুপারিশ করেন।

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডাঃ মোহাম্মদ ইউসুফ

সিলেটের অনুষ্ঠানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডাঃ মোহাম্মদ ইউসুফ প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলেন। অন্যান্যের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সদর দফতর ও স্থানীয় কর্মকর্তাগণ, ঔষধ বিপনীগুলোর মালিক সমিতির স্থানীয় নেতৃবৃন্দ, ফার্মেসি পেশাজীবি এবং বেটার হেলথ ইন বাংলাদেশের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির ভাষনে মহাপরিচালক বাংলাদেশে গুড ফার্মেসি প্রাকটিস কার্যক্রম সূচনা এবং বেগবান করার ক্ষেত্রে অব্যাহতভাবে সহায়তা প্রদানের জন্য বেটার হেলথ ইন বাংলাদেশ এবং এফসিডিও-র ভুয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সহায়তা অব্যাহত থাকবে।