BHB Newsletter

৬,০০০ খুচরা ঔষধ বিক্রেতাকে প্রশিক্ষণ দেবে ৮৭ জন প্রশিক্ষক

ঔষধ প্রশাসন অধিদপ্তর ঔষধের নিবন্ধিত খুচরা বিপনীগুলোকে এক্রেডিটেশন সনদ প্রদানের জন্য যে কর্মসূচি পরিচালনা করে থাকে তার গুরুত্বপূর্ণ একটি দিক হলো নির্বাচিত ঔষধ বিক্রেতাগণকে প্রশিক্ষণ প্রদান করা। প্রশিক্ষণের ১৪টি সেশন রয়েছে। এগুলোর মধ্যে রয়েছেঃ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, ফার্মাসিস্টের ভূমিকা, ঔষধ বিপনন, যথাযথ নথিকরণ, ঔষধ সংক্রান্ত আইন-কানুন, যোগাযোগের কৌশল ইত্যাদি। এ প্রশিক্ষণ প্রদানের কাজটি করে থাকে বেটার হেলথ ইন বাংলাদেশ।

গত ৯ এবং ১৩ জুন ২০২১ তারিখে মোট ৪টি ব্যাচে ৮৭ জন প্রশিক্ষককে অরিয়েন্টেশন ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রাক-যাচাইয়ে উত্তীর্ণ ঔষধের বিপনীগুলো থেকে নির্বাচিত ঔষধ বিক্রেতাদেরই প্রশিক্ষণ দেয়া হবে যাতে তারা এক্রেডিটেশন সনদ পাওয়ার ক্ষেত্রে স্ব স্ব বিপনীগুলোকে প্রস্তুত করতে পারে। বিভিন্ন ক্যাটেগরির (গ্রাজুয়েট, ডিপ্লোমা ও ফার্মেসি টেকনিশিয়ান) প্রায় ৬,০০০ ফার্মেসিস্টকে প্রশিক্ষণ দেয়া হবে। যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা হলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা, ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষক, শিক্ষাবিদ, চিকিৎসক ও স্নাতক চিকিৎসক। অংশগ্রহণকারীদের মধ্যে ২৪.৪% নারী।