সম্প্রতি চাপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে বাংলাদেশ কেমিস্টস এ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)-র স্থানীয় নেতৃবৃন্দকে অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং এ্যান্ড রিনিউয়্যাল সিস্টেম (এডিএলআরএস) বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বিএইচবি। ১৭ ও ১৮ মে ২০২৩ যথাক্রমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুরোধক্রমে বিএইচবি এই সফটওয়্যারটি প্রস্তুত করে দেয়। এর মাধ্যমে ঔষধ প্রশাসন অধিদপ্তর ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে নুতন ড্রাগ লাইন্সেন্স ইস্যু এবং মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স নবায়নের আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ, সিদ্ধান্ত গ্রহণ এবং জারী করতে পারে।

প্রশিক্ষণে বিসিডিএস নেতৃবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে বিএইচবি তাদের ফিডব্যাক সম্পর্কে অবহিত হয়েছে যা বর্তমানে চলমান এডিএলআরএস সফটওয়্যারটির অধিকতর উন্নয়ন কাজে প্রভূত সহায়ক হবে।