বিএইচবি ২০২১ সালের গ্রেড সি ফার্মেসি টেকনিশিয়ানের প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে

গ্রেড সি ফার্মেসি টেকনিশয়ানদের প্রশিক্ষণ

বিএইচবি বর্তমানে সালের গ্রেড সি ফার্মেসি টেকনিশয়ানদের প্রশিক্ষণ দিচ্ছে। ২১ আগষ্ট ২০২১ থেকে ৩ জানুয়ারী ২০২২ পর্যন্ত সম্পাদিত প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ছিল ৩,০০০ গ্রেড সি ফার্মেসি টেকনিশয়ানকে প্রশিক্ষণ দেয়া। বিএইচবি সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। মোট ৩,৬৪৯ জন (৯৮% পুরুষ) প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ড্রপ আউট ছিল ৫%। বিএইচবি প্রশিক্ষণের আগে ও পরে প্রশিক্ষার্ণীদের লিখিত পরীক্ষা নিয়েছিল। প্রতিটি পরীক্ষার মান ছিল ৫০। প্রশিক্ষনপূর্ব পরীক্ষায় প্রশিক্ষণার্থীদের গড় প্রাপ্ত নম্বর ছিল ৩০.৩। প্রশিক্ষণ পরবর্তি পরীক্ষায় গড় প্রাপ্ত নম্বর হয় ৩৭.৪ যা পরিসংখ্যানগতভাবে যথেষ্ঠ ভালো (p<0.000)।