জুলাই ও আগস্ট ২০২২ এই দুই মাসেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজিটালাইজেশন কার্যক্রমে বেশ অগ্রগতি হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এখন সারাদেশে তা বিস্তৃত করার কাজ শুরু করেছে। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহ কেন্দ্রীয়ভাবে স্ব-স্ব শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য এখন এই সিস্টেমটি ব্যবহার করছে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলও নিবন্ধিত চিকিৎসকদের তথ্য-উপাত্ত সংরক্ষণ, বিশ্লেষন ও ব্যবস্থাপনার জন্য এই একক সিস্টেমটি ব্যবহার করবে। একটি সাপোর্ট টিম দিন-রাত ২৪ ঘন্টা ব্যবহারকারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান ও সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।
সিস্টেমটি চিকিৎসা শিক্ষার্থী ও চিকিৎসকদের নিবন্ধন প্রক্রিয়াকে একক ও সুচারু ধারায় নিয়ে এসেছে; বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রতিষ্ঠা করেছে যা সরাসরি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মনিটর করে থাকে; নিবন্ধিত সব শিক্ষার্থীর হালনাগাদ তথ্য সহজেই দৃশ্যমান করে; স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নিবন্ধন নম্বর অনুযায়ী যে কোন শিক্ষার্থীকে ট্র্যাকিং করতে সাহায্য করে, স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রদান করে; এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেট করা শিক্ষার্থীকে ট্র্যাক করতে সহায়তা করে। সিস্টেমটি এই লিংকে দেখা যাবেঃ https://students.dgme.gov.bd/