বাংলাদেশের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ৫ম স্বাস্থ্য খাত কর্মসূচির প্রস্তুতি বিষয়ে আলোচনার সূচনায় বিএইচবি সহায়তা

বাংলাদেশের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি ৬ জুন ২০২২ তারিখে অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কুটনৈতিক মিশন, উন্নয়ন সহযোগী, উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার ৮৩ জন প্রতিনিধির সাথে বৈঠক করেছেন। বৈঠকে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পরবর্তি ৫ম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত ২০২৪-২০২৮-এর সম্ভাব্য ভিশন ও ডিজাইন সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশের চলমান এবং বিগত স্বাস্থ্য খাত কর্মসূচিগুলোর বৈশিষ্ট্যসমূহ যেমন ৫ বছর মেয়াদী সমন্বিত কর্মসূচি, সরকার এবং দাতা সংস্থাসমূহের যৌথ অর্থায়ন ও অংশগ্রহণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, স্বাস্থ্য বিষয়ক টেকসই উন্নয়ন অভীষ্ঠ ইত্যাদি ক্ষেত্রে অগ্রাধিকার এসব বিষয়ের সামগ্রিক অবদান বিশ্লেষন করা হয়। এছাড়াও স্বাস্থ্য খাত কর্মসূচির কারণে স্বল্প খরচে মানসম্পন্ন চিকিৎসাপ্রাপ্তি, স্বাস্থ্যসেবায় সহজগম্যতা সৃষ্টি, জনসংখ্যার বৃহদাংশকে সেবার আওতায় নিয়ে আসা, টিকাদান কার্যক্রম, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং সাম্প্রতিককালের কোভিড-১৯ ব্যবস্থাপনা এবং কোভিড-১৯ টিকাদানের ক্ষেত্রে যে সাফল্য এসেছে তা ব্যাখ্যা করা হয়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ভবিষ্যত প্রয়োজন কি হতে পারে সংক্ষেপে তার একটি ধারণা প্রদান করেন। এগুলোর মধ্যে রয়েছেঃ বর্তমানের এপিসোডিক স্বাস্থ্যসেবা থেকে পর্যায়ক্রমে দীর্ঘস্থায়ী এবং জটিল রোগসমূহের চিকিৎসা সক্ষমতা বৃদ্ধির জন্য স্বাস্থ্যসেবার রূপান্তর, জরুরী স্বাস্থ্য দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অজর্ন, স্বাস্থ্য জনবল পূনর্গঠণ, বেসরকারি স্বাস্থ্যখাত অধিকতর সম্পৃক্ততা সৃষ্টি, স্বাস্থ্য প্রযুক্তি এবং ইলেক্ট্রনিক হেলথ রেকর্ডের যথাযথ ব্যবহার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পূর্ববর্তি স্বাস্থ্য খাত কর্মসূচিগুলোতে সহায়তা প্রদানের জন্য বিভিন্ন দেশের সরকার ও জনগণ, দাতা সংস্থা এবং আন্তর্জাতিক এনজিও সংস্থাগুলোকে ধন্যবাদ জানান এবং ৫ম স্বাস্থ্য খাত কর্মসূচি প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়নের ক্ষেত্রেও সহযোগিতা করার জন্য তাদেরকে অনুরোধ করেন। বিএইচবি-র দাতা সংস্থা ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের বাংলাদেশস্থ উন্নয়ন পরিচালক ম্যাট ক্যানেলও বৈঠকে উপস্থিত থেকে মতামম প্রদান করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে বিএইচবি এই বৈঠক অনুষ্ঠানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে।